এর আগে, ২০১১ সালের ১৯ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান আবিদকে ছাত্রলীগ কর্মীরা পিটিয়ে গুরুতর জখম করে। দুই দিন পর (২১ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরে এই ঘটনায় আবিদের মামা বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে মামলা করেন। চট্টগ্রাম মেডিকেলের ভিপি মফিজুর রহমান জুম্মা, চমেক ছাত্রলীগ সভাপতি সোহেল পারভেজসহ সব আসামি ছাত্রলীগের নেতাকর্মী। পরে এজহার থেকে ১০ জনকে অব্যাহতি দেওয়া হয়। ২০১৯ সালের ১৯ জুলাই চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত ১২ আসামিকে খালাস দিয়ে রায় দেন।

চার বছর মামলাটি সচল করার জন্য হাইকোর্টে আবেদন করেন আবিদের মামা ও মামলার বাদী নেয়ামত উল্লাহ। আবেদনের ওপর শুনানি করে ১২ আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।

এনএইচ