দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, আমন মৌসুমে সরকারের খাদ্য সংগ্রহ অভিযানে জেলায় সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৫২ হাজার ৮৭২ টন। আর আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১৩ হাজার ৮০৬ টন। এছাড়া ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৭৯১ টন। অভিযানে ধান-চাল সরবরাহের জন্য ৯১১টি সেদ্ধ চালকল এবং ৮৩টি আতপ চালকল মালিক চুক্তিবদ্ধ হন। ২০২৪ সালের ১৭ নভেম্বরে শুরু হওয়া সংগ্রহ অভিযান চলে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এ সময়ের মধ্যে চুক্তিবদ্ধ মিল থেকে ৪৮ হাজার ৭২৪ দশমিক ৪০ টন সেদ্ধ চাল, ১১ হাজার ৩০৬ দশমিক ৪৬ টন আতপ চাল ও ২ হাজার ২৫৮ টন ধান সংগ্রহ হয়েছে।
বাংলাদেশ মেজর ও অটোমেজর হাসকিং মিল মালিক সমিতির সহসভাপতি শহীদুর রহমান পাটোয়ারী মোহন জানান, মৌসুমের শুরু থেকেই বাজারে ধানের দাম ঊর্ধ্বমুখী ছিল। যখন সংগ্রহ অভিযান শুরু হয়েছে, তখন বাজার যাচাই না করেই দাম নির্ধারণ করা হয়েছে। ফলে অনেক মিল মালিকই সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হননি।
এফএইচ