সোমবার (৭ এপ্রিল) বিকেলে ফতুল্লা ইউনিয়ন পরিষদ সংলগ্ন দৃপ্তি ডাইংয়ে এ ঘটনা ঘটে। এসময় রাকিব, হৃদয় ও সোহেল নামের আরও তিন যুবক আহত হন।

স্থানীয়রা জানান, দৃপ্তি ডাইংয়ে চার শ্রমিক মাটি খোঁড়ার কাজ করছিলেন। তারা নিরাপত্তার ব্যবস্থা না করেই মাটি খুঁড়ে প্রায় ১০ ফিট গভীরে চলে যান। এসময় এক পাশের মাটি ও ইটের দেওয়াল তাদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আশরাফুল ইসলাম নামের এক শ্রমিক নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে নিহত ও আহত শ্রমিকদের পরিচয় পাওয়া যায়নি।

এনএইচ