আজ মঙ্গলবার দুপর ১টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার চরটেকী নামাপাড়া গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ফারিয়া জান্নাত ইরিনা (১৪), একই গ্রামের বাদল মিয়ার মেয়ে আদ্রিতা ইসলাম প্রিয়া (১৪) এবং একই গ্রামের বুরহান উদ্দিনের মেয়ে ইমা আক্তার বর্ষা (১৫)। নিহতদের সবাই উপজেলার চরটেকী গার্ল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, উপজেলার চরটেকী গার্ল স্কুল অ্যন্ড কলেজে সেমিস্টার পরীক্ষা চলছিল। দুপুর দেড়টা থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল। দুপুর ১টার দিকে ইরিনা, প্রিয়া ও বর্ষা বাড়ি থেকে সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য স্কুলের উদ্দেশে রওনা হয়। পথে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড় বৃষ্টি শুরু হয়। তারা দ্রুত স্কুলের দিকে আসতে থাকে। ভিপি হাকিমের বাড়ির সামনে এলে বজ্রপাতে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইরিনা এবং প্রিয়াকে মৃত ঘোষণা করে। এছাড়া গুরুতর আহত বর্ষাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

পাকুন্দিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: নূর-এ-আলম খান বলেন, হাসপাতালে আনার আগেই দু’জনের মৃত্যু হয়েছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য জেলাতে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: বিল্লাল হোসেন ব্জ্রপাতে তিনজন স্কুলছাত্রী নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করে বলেন, সারাদেশে আশঙ্কাজনক হারে ব্জ্রপাতে নিহত হওয়ার সংখ্যা বেড়েছে। তাই এ বিষয়ে সবাইকে আরো সচেতন হতে হবে। আকাশ মেঘাচ্ছন্ন হলে ঘরের বাহিরে অবস্থানরত সবাইকে নিরাপদে অবস্থান নিতে হবে।

এমএম