শনিবার ১১ টায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিশুদের মাঝে সৃজনশীলতা বিকাশে উৎসাহ জোগাতে এই আয়োজনটি করা হয়। প্রতিযোগিতার চিত্রাঙ্কনে পাঁচটি বিষয়ে পাঁচ শাখায় ও সুন্দর হাতের লেখায় তিনটি শাখায় বিভিন্ন বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের এলজিপিএনপি ও নোয়াখালী ক্লাবের সদস্য এপে. নিজাম উদ্দিন পিন্টু , সাবেক জেলা গভর্নর এপেক্সিয়ান মোনাব্বর হোসেন সেলিম,জেলা ৮ সাবেক সেক্রেটারি এপে.ইয়াসিন সুমন,এপেক্স ক্লাব অব নোয়াখালীর অতীত সভাপতি, এপে. আবু সায়েদ, আলাউদ্দিন সোহেল ও এপে.আহমেদ উল্যাহ পারভেজ , সভাপতি এপেক্সিয়ান মো শাহজাহান, সিনিয়র সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম সোহেল, সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর ইব্রাহিম খলিল উল্যা কচিসহ ক্লাব বোর্ড মেম্বার অন্যান্য সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, নববর্ষের চেতনা ছড়িয়ে দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক চর্চায় উৎসাহী করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
এমএম