বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বুধবার দুপুর ১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে যায় কেন্দ্রীয় বিএনপির একটি প্রতিনিধিদল। পরে চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিকভাবে তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাশবাড়িয়া গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন মন্ডল।২০১৪ সালে ঝিনাইদহের মহেশপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে কাঙালি ভোজের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান আওয়ামী লীগের হামলায় পণ্ড হয়ে যায় এবং রান্না করা খিচুরি নষ্ট করা দেখে প্রতিজ্ঞা করেন তিনি আর ভাত খাবেন না।যেই প্রতিজ্ঞা সেই কাজ। এরপর থেকে শুধু রুটি-কলা খেয়ে থাকেন তিনি।

জানা গেছে, গত ঈদুল ফিতরের পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এর মধ্যে গত ২৮ এপ্রিল বেশি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ইনচার্জ ডা. দেবব্রত জানান, নিজাম উদ্দিনের ফুসফুসে ক্ষত দেখা দিয়েছে। এজন্য তার উন্নত চিকিৎসা প্রয়োজন।

এদিকে নিজাম উদ্দিন মন্ডলের অসুস্থতার খবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।পরে তার নির্দেশে ফরিদপুর মেডিকেলে ছুটে যান কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ একটি প্রতিনিধিদল।তারা নিজাম উদ্দিন মন্ডলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

পরে ডা. রফিকুল ইসলাম বলেন, নিজাম উদ্দিন মন্ডলের অসুস্থতার বিষয়টি তারেক রহমানের দৃষ্টিগোচর হয় এবং রাতেই আমাদের ফোন করে খোঁজ নেওয়ার কথা জানান। পরে আমরা এখানকার ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছেন।তার এমন কিছু পরীক্ষা-নিরীক্ষা দরকার যা পিজি হাসপাতালে (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল) রয়েছে। তার চিকিৎসার যাবতীয় খরচ বিএনপি বহন করবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, নিজাম উদ্দিন বিএনপির একজন সমর্থক। তার যে প্রতিজ্ঞা এবং দলের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। এ ছাড়া তার মতো যেসব নেতাকর্মী বা সমর্থক রয়েছেন প্রত্যেকের খোঁজখবর নেওয়া হবে।

এর আগে নিজাম উদ্দিন মন্ডলের হাতে নগদ টাকা তুলে দেন বিএনপি নেতারা।পরে নেতারা নিজাম উদ্দিন মন্ডলকে পিজি হাসপাতালে নেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সে তুলে দেন।

এইচআর