ইলিয়েটগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কাওসিক আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গভীর রাতে মহাসড়কে পুটিয়া নামক স্থানে চাল বোঝাই ট্রাক ও প্লাস্টিকের ড্রাম বোঝাই কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক ও ট্রাকের হেলপার নিহত হন। এ সময় আরও দুজন আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতরা হলেন- কাভার্ড ভ্যানের চালক বেলাল হোসেন (৩০)। তিনি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার দুদু মিয়ার ছেলে। আর ট্রাকের হেলপার ইয়াকুব (৩৫)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার মোস্তফার ছেলে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশি হেফাজতে রয়েছে।

এফএইচ