আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।
উপজেলার নন্দিবাড়ি বাজার এলাকায় শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার পূর্ব ভালুকার মন্ডল বাড়ির ইন্তাজ আলীর ছেলে লাল মিয়া (৩৫) এবং একই এলাকার সুরজত আলীর স্ত্রী রোকেয়া বেগম (৪৮)।
নিহতের পরিবার জানায়, ভালুকা থেকে গফরগাঁওয়ের কাওরাইদ যাচ্ছিলেন রোকেয়া বেগমসহ চারজন। পথে গফরগাঁও টু ভালুকা সড়কের নন্দিবাড়ি বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারাণ লাল মিয়া। গুরুতর আহত অবস্থায় রোকেয়া বেগমসহ চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রোকেয়া বেগম মারা যান।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল হুদা খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএম