আগুনে দুই কোটির টাকার ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্তদের। স্থানীয়রা জানান, রোববার রাত ১২টার দিকে আগুন দেখতে পান তারা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই বসতবাড়ি ও দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মহিবুল্লাহ্ মোল্লা বলেন, রাত ১২টার দিকে আমি ফোন পাই। পরে গিয়ে দেখি আমার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানি না। ফায়ার সার্ভিসের টিম কড়ইবাড়িয়ায় পৌঁছার আগেই আগুন সব শেষ করে দেয়।

তালতলী ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ নুরুজ্জামান বলেন, প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হতে পারে তা পরবর্তীতে তদন্ত করে জানা যাবে।

তিনি আরও বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। আমতলী ও তালতলীর দুই ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

এমএম