সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কেডিএ এভিনিউ সড়কের কেএফসি ও ডমিনো’স এবং শিববাড়ি সংলগ্ন টাইগার গার্ডেন হোটেলের পাশের বাটার শো রুমে হামলা করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিক্ষুব্ধ জনতা ফাস্ট ফুড চেইন কেএফসি, ডমিনোস, বাটার মত আন্তর্জাতিক ব্র্যান্ডের শো-রুমে হামলা চালিয়েছে। এ সময় কেএফসি ভবনের গ্লাসগুলো ভাঙচুর করা হয়।পাশাপাশি কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী টিভি, ফ্রিজ, ওভেন বাইরে বের করে ভাঙচুর করা হয়েছে।
অনুরূপভাবে বাটার শো রুম থেকে জুতা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে ঘটনার পর পুলিশ দোকানগুলোতে সরেজমিন পরিদর্শন করেছে।
সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, কেএফসি ও বাটার শো-রুম ভাঙচুর করা হয়েছে। পুলিশ দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
এনএইচ