শনিবার (৩ মে) দুপুর পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানান কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. সাগর আহমেদ।

তিনি বলেন, আগুন লাগার খবরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা ১১টা ৫০ মিনিটে বের হন। বিস্তারিত পরে জানানো যাবে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

এনএইচ