শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সরিষাবাড়ী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ওই শিশুর নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলের পাশে থাকা একটি সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, দ্রুতগতির ট্রেনে বাইরে প্রকৃতি দেখার সময় সাদা রঙের পোশাকে একজন পড়ে যায়। ট্রেন চলে যাওয়ার পর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ী স্টেশনের কাছাকাছি পৌঁছালে ১২ বছর বয়সী ওই শিশু ট্রেনের দরজা দিয়ে মাথা বের করে প্রকৃতি দেখছে। এ সময় রেললাইনের পাশে থাকা ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। শিশুটি মাথায় গুরুতর আঘাত পেয়েছে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির জ্ঞান না ফেরায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জামালপুর রেলওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম কালবেলাকে বলেন, ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত ১২ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

এমএম