প্রেমিকের পরিবারের সদস্যদের দ্বারা লাঞ্ছিত ও অপমানিত হয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই তরুণী।

সোমবার (২৮ এপ্রিল) পাবনার ঈশ্বরদী উপজেলা সলিমপুর ইউনিয়নের জগনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই তরুণী বলেন, উপজেলার ছলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর বালুরখাদ মোড় এলাকার মৃত ইব্রাহিম হোসেনের ছেলে শিমুল হোসেনের সঙ্গে দুই বছরের প্রেমের সম্পর্ক। শিমুল বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক করেন। আমাকে কথা দিয়েছিলেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত পাশে থাকবেন। এ বিষয়ে জানতে প্রেমিক শিমুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএম