শিশুটি উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর গ্রামের আলমগীর হোসেনের কন্যা।

ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বদিউজ্জামান বদি জানান, শিশুটির পিতা আলমগীর হোসেন গত সোমবার সন্ধ্যায় বসতবাড়ির পাশে তিস্তা নদীতে শিশুটিকে নিয়ে মাছ ধরতে যান।

এসময় তিনি শিশুটিকে নদীর ধারে রেখে জাল পেতে ফিরে এসে দেখেন শিশুটি সেখানে নেই।পরে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধ্যান মেলেনি।

নিখোঁজের পরেরদিন দুপুরে শিশুটির মরদেহ তিস্তা নদী থেকে ডিমলা ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা ফায়ার সার্ভিসের টিম লিডার আতাউর রহমান ও উক্ত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান।