শনিবার রাত সা‌ড়ে ১১ টায় মিজমিজি-জালকুড়ি-নারায়ণগঞ্জ সড়কের জালকুড়ি অংশে এ আগুন ধরে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি ঝুট বোঝাই ট্রাক মিজমিজি-জালকুড়ি-নারায়ণগঞ্জ সড়কের জালকুড়ি স্কুল সংলগ্নে পৌঁছানো মাত্রই আগুন ধরে যায়। পরবর্তীতে ট্রাকে লাগা আগুনের একটি ঝুটের ডোপ ক্ষতিগ্রস্ত ট্রাকটির পেছনে থাকা অপর আরেকটি মাইক্রোবাসে লেগে যান। এতে মাইক্রোবাসটির অ‌ধিকাশং পুড়ে যায়। পরবর্তীতে ট্রাক চালক নিজের আত্মরক্ষার্থে ট্রাকের সড়কের পাশের একটি খালে গাড়ি নামিয়ে দেন।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, একটি ঝুট বোঝাই ট্রাকে হঠাৎ কিভাবে আগুন লেগে যায় তা কেউ বলতে পারেনি। ট্রাকটির চালককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঝুটের মালিকের খোঁজ এখনো পাওয়া যায়নি। আমাদের দুটি ইউনিটের চেষ্টা আগুন নিয়ন্ত্রণ আনা হয়।

এনএইচ