শুক্রবার তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে আজ রোববার সকালে পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিএনপি নেতা আবদুল করিম মোল্লা, যুবদল নেতা আনোয়ার হোসেন, ইব্রাহিম হাওলাদার ও বিএনপির সমর্থক শফিকুল।

মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার এস এস রিকাবুল ইসলাম জানান, সংঘর্ষের দিন সেনাসদস্যরা পাঁচজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছিলেন। তাদের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে শুক্রবার চারজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষে প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে ১৯ ফেব্রুয়ারি অজ্ঞাতপরিচয় ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এফএইচ