রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আরো চার মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিনের আদালতে চার মামলায় গ্রেফতার দেখানোর শুনানি হয়। শুনানি শেষে তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন বিচারক।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ এখন মোট পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হলো তাকে।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ভার্চুয়ালি আদালতে হাজির করা হয় চিন্ময়কে।

গত রোববার কোতোয়ালী থানার চার মামলায় এবং পরদিন আরো একটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। সোমবার আদালত আইনজীবী আলিফ হত্যা মামলার বিষয়ে আদেশ দেন।

আজ (মঙ্গলবার) পুলিশের ওপর হামলা, কর্তব্যে বাধা, আদালত প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি ও হামলার চার মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেয়া হয়। একটি মামলার বাদী নিহত আলিফের ভাই।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেফতার করে ডিবি। পরদিন তাকে চট্টগ্রাম আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

এই নির্দেশ ঘিরে আদালত চত্বরে তাণ্ডব চালায় তার অনুসারীরা। প্রায় তিন ঘণ্টা প্রিজন ভ্যান ঘেরাও করে রাখে। পুলিশ ও বিজিবি লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে লালদিঘী থেকে কোতোয়ালী এলাকায়।

সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কুপিয়ে হত্যা করা হয়। তার বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

এ ঘটনায় আরো পাঁচটি মামলা হয় পুলিশের ওপর হামলা, কাজে বাধা, বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে।

রাষ্ট্রদ্রোহ মামলায় বুধবার (৩০ এপ্রিল) হাইকোর্ট থেকে জামিন পান চিন্ময়, তবে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আপিল করেছে।