সোমবার (২৮ এপ্রিল) ঢাকা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ এপ্রিল রাত ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কালিগঞ্জ মাকসুদা গার্ডেন সিটির সামনে পাকা রাস্তার পাশে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে অজ্ঞাত তরুণীর খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। এর দুইদিন পর ২৭ এপ্রিল ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির পোস্তগোলা ব্রিজের পূর্ব দিকে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ তীর সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহের ৩টি খন্ডিত অংশ উদ্ধার করা হয়।
আর পড়ুন: রাকিবের অভিযোগ প্রমাণিত হলে যে শাস্তি হতে পারে নাসির হোসেনের
এতে আরও বলা হয়েছে, পরে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানার একটি চৌকস টিম ঘটনার রহস্য উদঘাটনে ঘটনাস্থলের পাশে থাকা সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ওই দিনই ঘটনার সঙ্গে সরাসরিভাবে জড়িত মো. মহিউদ্দিন হাওলাদার ওরফে শিমুলকে (৩১) আটক করে। তিনি বাগেরহাটের মোড়লগঞ্জ থানার গোয়ালবাড়ীয়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
শিমুলকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ঢাকা জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৫ এপ্রিল সকাল ৬টার দিকে আসামি মো. মহিউদ্দিন হাওলাদার ওরফে শিমুল তার সাবেক স্ত্রী বিথী আক্তারের (২৪) মীরেরবাগের বাসায় আসলে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। ঝগড়ার একপর্যায়ে শিমুল গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে বিথী আক্তারকে হত্যা করেন। সে সময় বিথীর সন্তান রাফসান (৪) ঘটনা দেখে ফেলায় তাকেও দুই হাত দিয়া গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন শিমুল। পুরো ঘটনাটি একই ফ্ল্যাটের সাবলেট ভাড়াটিয়া নুপুর (২৫) দেখে চিৎকারের চেষ্টা করলে তাকেও একইভাবে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।
আরও পড়ুন: ব্যাটারিচালিত রিকশার নকশা করেছে বুয়েট, কী বলছেন বিশেষজ্ঞরা
পুলিশ জানিয়েছে, ৩ জনকে পর্যায়ক্রমে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহগুলো টুকরো টুকরো করে প্লাস্টিকের ব্যাগে ভরে বুড়িগঙ্গা নদীতেসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বেয়ারা পূর্বপাড়া সাকিনস্থ জনৈক মিন্টু মিয়ার জমির ঝোপঝাড়ের মধ্যে এবং কালিগঞ্জ মাকসুদা গার্ডেন সিটির সামনে পাঁকা রাস্তার পাশে ফেলে দেন শিমুল। পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে পুলিশ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বেয়ারা পূর্বপাড়া সাকিনস্থ জনৈক মিন্টু মিয়ার জমির ঝোপের মধ্য থেকে রাফসানের অর্ধগলিত খন্ডিত মৃতদেহ উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।