শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালিগঞ্জ বউ বাজার গ্রামের মো. দুরুল হুদার ছেলে মো. আব্দুল বাছির (২০) ও একই জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চামাগ্রাম গ্রামের মো. গোলাম মর্তুজার ছেলে মো. রিপন আলী (৩২) (ড্রাইভার)।

শনিবার (১২ এপ্রিল) সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে, শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করে। এছাড়াও তাদের নিকট থাকা গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়।

thumbnail_rab_photo-3_20250412_131637770

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ট্রাকযোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এমএম