অভিযানে একটি সুইচ গিয়ার, একটি ছোরা, একটি হাতুড়ি ও নগদ বিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে বাঁশখালী উপজেলার ৫নং কালীপুর ইউনিয়নের মোহাম্মদ দীঘিরপাড় এলাকায় অদর বাপের ব্রিজের উত্তর পাশে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। তারা হলেন- কালীপুর এলাকার আব্দুস সালামের পুত্র মো. আজগর (৪৫), বোয়ালখালী উপজেলার পোপাদিয়া এলাকার বখতিয়ারের পুত্র কায়ছার মো. পাভেল (৩০)।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুইজন ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার, একটি ছোরা, একটি হাতুড়ি ও নগদ বিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এমএম