প্রসিকিউশনের করা আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এর আগে বিকেলে রাজন কুমার সাহাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর তার বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি হয়।
বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক এসি রাজন কুমার সাহাকে গ্রেফতারের পর ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে সন্ধ্যায় ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এফএইচ