পরে আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
আহত হোসেন আলী জানান, তার বাসা কড়াইল বস্তির কুমিল্লা পট্টিতে। ওই এলাকায় ইন্টারনেট কোম্পানিতে কাজ করেন তিনি। একই এলাকায় তার বন্ধু এরশাদের কাছ থেকে বেশ কয়দিন আগে দুই হাজার টাকা ধার নেন। এক হাজার টাকা পরিশোধ করলেও আরও এক হাজার টাকা পরে দেবেন বলে এরশাদকে জানান।
তিনি আরও জানান, আজ এরশাদ ও তার ভাই খোকা দুজন টাকার জন্য আমার বাসায় আসেন। তাদেরকে টাকা পরে দেব বললে তর্কাতর্কির এক পর্যায়ে খোকা তার পেটে গুলি করে পালিয়ে যান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) মো. ফারুক জানান, দুপুরে বনানী থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তার পেটের ডান পাশে একটি গুলিবিদ্ধ হয়েছে। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি বনানী থানা পুলিশ তদন্ত করছে।
এমএম