রোববার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে এলিফ্যান্ট রোডের ৮০৩নং মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় রাত পৌনে ২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অনিকা জয়পুরহাট সদরের নতুন হাট গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই হোস্টেলের অন্য ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রেমঘটিত কলহের জেরে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুয়েটের এক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে।

এমএম