রোববার দুপুরে উপজেলার বোর্ডঘর এলাকার টেকনো টেক্সটাইল মিলের ভেতর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আলি আকবর চুয়াডাঙ্গা জেলার বিষ্ণপুর এলাকার আসান মণ্ডলের ছেলে।
এলাকাবাসী, সহকর্মী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সকালেও আকবর তার কর্মস্থল ওই কারখানায় যান। কিন্তু দুপুরে কারখানার টয়লেটের ভেতরে আলী আকবরের লাশ দেখতে পান তার সহকর্মীরা। এরপর বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) হজরত আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। এটা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএম