এ ঘটনার পর শনিবার রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন জায়গায় পাকিস্তানের পক্ষ থেকে গুলি চালানো হয়। ভারতও পাল্টা জবাব দিয়েছে। তবে এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এদিকে কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন মারা যাওয়ার পর দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়েছে। ভারত বলছে, এই হামলার পেছনে পাকিস্তানের হাত আছে।
ভারত ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে পানি চুক্তি, সীমান্ত বাণিজ্য ও যোগাযোগ বন্ধ করে দিয়েছে। অন্যদিকে, পাকিস্তান নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় কর্মকর্তারা এটিকে ‘সরাসরি উসকানি’ বলে অভিহিত করেছেন।
এনএইচ