সীমান্তে যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় এরই মধ্যে নিজের তিন বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আধুনিক অস্ত্রশস্ত্র সহকারে এলওসিতে যুদ্ধের মহড়া দিচ্ছে পাকিস্তানি সেনারাও।
এ অবস্থায় শত্রুদের পরাজয়, দেশের ঐক্য ও অখণ্ডতা বজায় রাখার স্বার্থে শুক্রবার (২ মে) জুমার নামাজের পর মসজিদগুলোতে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন ভারতের ‘অল ইন্ডিয়া মুসলিম জামাতের’ জাতীয় প্রেসিডেন্ট মাওলানা শাহাবুদ্দিন রেজভি বেরেলভি।
বৃহস্পতিবার (১ মার্চ) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে ও পিটিআই।
বিবৃতিতে মাওলানা শাহাবুদ্দিন রেজভি বেরেলভি বলেন, আমি ভারতের সব মুসলিম, বিশেষ করে মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানাচ্ছি, শুক্রবারের জুমার নামাজের পর দেশের ঐক্য ও অখণ্ডতা এবং ভারতের শত্রুদের পরাজয় কামনায় বিশেষ দোয়ার আয়োজন করুন।
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এরপর এ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ভারত অভিযোগ করছে, এ হামলার সঙ্গে পরোক্ষভাবে পাকিস্তান জড়িত। তবে দেশটি অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এরমধ্যে গত বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী মাঝরাতে হঠাৎ করে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করবেন বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে।
ভারত হামলা করতে পারে— এমন বিষয় মাথায় রেখে বৃহস্পতিবার কাশ্মীর সীমান্তরেখা লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। আধুনিক ট্যাংক, কামান, গোলা ও তাজা গুলি নিয়ে মহড়া দেন দেশটির সেনারা।
পাকিস্তান সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসনকে কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে এই মহড়া। সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারা অংশ নেন এতে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটিই সবচেয়ে বড় হামলা। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত, এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। স্থগিত করে দেওয়া হয় ভারতের সঙ্গে সবরকম বাণিজ্যও।
এ ছাড়া সিন্ধু নদের পানি ইস্যুতে কড়া বার্তা দেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। স্পষ্ট ভাষায় তিনি ঘোষণা দেন, যেকোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে পাকিস্তান। সিন্ধু চুক্তি স্থগিতের জেরে ভারতকে হুমকি দেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোও। তিনি বলেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে।
পাকিস্তান প্রয়োজনে পারমাণবিক হামলার জন্যও প্রস্তুত আছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ও রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি।
অন্যদিকে পেহেলগাম হামলায় জড়িত ও মদতদাতাদের চিহ্নিত করে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, আমরা প্রতিটি সন্ত্রাসী ও তাদের মদতদাতাদের খুঁজে বের করব এবং এমন শাস্তি দেব, যা তারা কল্পনাও করতে পারবে না। সময় এসেছে সন্ত্রাসের আশ্রয়স্থল সম্পূর্ণভাবে ধ্বংস করার। ১৪০ কোটি মানুষের দৃঢ় সংকল্প সন্ত্রাসের মদতদাতাদের চূর্ণ করে দেবে।
এইচআর