তিনি বলেন, সিন্ধু পানি চুক্তি একটি আন্তর্জাতিক স্বীকৃত চুক্তি, যা বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে স্বাক্ষরিত হয়েছে। কোনো দেশ একতরফাভাবে এ চুক্তি থেকে সরে আসতে পারে না। ভারতের এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (২৮ এপ্রিল) পাকিস্তানভিত্তিক সম্প্রচারমাধ্যম জিও টিভি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিনেটর ইরফান হুঁশিয়ারি দিয়ে বলেন, তোমরা পাকিস্তানের পানির প্রবাহ বন্ধ করে আমাদের কারবালা বানাতে পারবে না। তিনি ভারতকে আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রতি সম্মান জানাতে আহ্বান জানান।

এদিকে, কাশ্মীরে ভারতের মানবাধিকার লঙ্ঘনের বিষয়েও তীব্র প্রতিক্রিয়া জানান পাকিস্তানের আরেক নেতা সিদ্দিকী। তিনি বলেন, এ পর্যন্ত প্রায় ৯০ হাজার কাশ্মীরি শহীদ হয়েছেন এবং অঞ্চলটিতে প্রায় ৯ লাখ ভারতীয় সৈন্য মোতায়েন রয়েছে।

সিদ্দিকী অভিযোগ করেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ডেমোগ্রাফি পরিবর্তনের জন্য কাশ্মীরে মুসলিমদের সম্পত্তি জোরপূর্বক দখল করে সেখানে অমুসলিমদের পুনর্বাসন করা হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করে সিদ্দিকী বলেন, মোদি আরএসএসের আদর্শিক প্রশিক্ষণপ্রাপ্ত এবং তিনি ‘গুজরাটের কসাই’ হিসেবে পরিচিত। তার শাসনামলে ভারত এক ‘হত্যাকাণ্ডের ময়দানে’ পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

পাকিস্তানি নেতারা আরও সতর্ক করে বলেন, শত্রু পক্ষ চতুর এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারে। তবে পাকিস্তানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে তা শক্ত হাতে এবং দৃঢ়ভাবে প্রতিহত করা হবে।

এমএম