ইউক্রেনের সামি অঞ্চলে গত রোববার রুশ বাহিনীর হামলায় ৩৫ জন নিহত ও ১১৭ জন আহত হওয়ার পরের দিনই জেলেনস্কিকে দোষারোপ করে এ বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ‘কয়েক লাখ মানুষ’ নিহত হয়েছেন এমনটি দাবি করে ট্রাম্প বলেছেন, এজন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জেলেনস্কিও সমান দোষী।

স্থানীয় সময় সোমবার (১৪ এপ্রিল) হোয়াইট হাউজে ট্রাম্প বলেন, আপনার চেয়ে ২০ গুণ বড় এমন দেশের সঙ্গে যুদ্ধ শুরু করবেন এবং আশা করবেন অন্যরা আপনাকে মিসাইল দেবে। এমনটি আশা করা উচিত নয়।

সামিতে হামলার পর পর ট্রাম্প এটিকে ‘ভয়াবহ’ হিসেবে অভিহিত করেছেন। তবে সঙ্গে সঙ্গে আবার তিনি দাবি করেছেন তাকে বলা হয়েছে এ হামলা চালিয়ে ‘রাশিয়া ভুল করেছে’।

এদিকে রাশিয়া দাবি করেছে সামিতে ইউক্রেনীয় সেনাদের সমাবেশ লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এতে ৬০ জন নিহত হয়েছেন। তবে তারা তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি।

রাশিয়ার এমন দাবির পর ইউক্রেনীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয় সামিতে সাবেক সেনাদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজনা করা হয়েছিল। আর সেই অনুষ্ঠান লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর সামির আঞ্চলিক প্রধান অনুষ্ঠানটি আয়োজন করায় তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ট্রাম্প আরও দাবি করেন- যুদ্ধে কয়েক লাখ মানুষ মারা গেছে পুতিন, জো বাইডেন ও জেলেনস্কির কারণে। তিনি বলেন, কয়েক লাখ মানুষ মারা গেছে তিনজন মানুষের কারণে। পুতিন হলেন প্রথম। দ্বিতীয় বাইডেন, যার কোনো ধারণা ছিল না তিনি কী করছিলেন। আরেকজন হলেন জেলেনস্কি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা চালায় রাশিয়া। ওইদিন প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে হাজার হাজার রুশ সেনা ইউক্রেনে ঢুকে পড়ে। তবে ডোনাল্ড ট্রাম্প একাধিকবার এ যুদ্ধের জন্য বাইডেন ও জেলেনস্কিকে দোষারোপ করেছেন।

এনএইচ