যদিও বিচারক মেডিনকে শর্তসাপেক্ষে সাজা দিয়ে মুক্তির আদেশ দিয়েছেন। তবে তুরস্কে তার বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ রয়েছে। সেটির বিচার না হওয়া পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে। ওই মামলার শুনানির তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। খবর গার্ডিয়ানের।
তুরস্কে ব্যাপক বিক্ষোভের সময় ২৭ মার্চ ইস্তানবুল বিমানবন্দর থেকে জোয়াকিম মেডিনকে গ্রেফতার করা হয়। এরদোগানকে অপমান ও একটি সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। পরদিন তাকে ইস্তানবুলের সিলিভরি কারাগারে পাঠানো হয়।
মেডিনের বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের জানুয়ারিতে স্টকহোমে এক বিক্ষোভে অংশ নিয়েছিলেন তিনি। যেখানে এরদোগানের একটি পুতুল ঝুলিয়ে প্রতীকী শাস্তি দেওয়া হয়েছিল। পরে স্টকহোমের প্রাইড প্যারেডে কুর্দি কর্মীদের একটি ফ্লোটে এলজিবিটিকিউ পতাকা হাতে একই পুতুল দেখা যায়।
তবে মেডিন নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, বিক্ষোভের সময় তিনি সুইডেনে ছিলেন না। তিনি বলেন, আমি তখন কাজের জন্য জার্মানিতে ছিলাম। এই ঘটনা সম্পর্কে আমি জানতাম না, সামাজিক যোগাযোগমাধ্যমে এর কোনো ছবি বা ভিডিও শেয়ারও করিনি।
তিনি আদালতে বলেন, আমি প্রেসিডেন্টকে অপমান করিনি। আমাকে শুধু নিবন্ধ লিখতে বলা হয়েছিল। ছবি নির্বাচন করেছেন সম্পাদকরা, আমি শুধু আমার কাজ করেছি।
এইচআর