কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চিকিৎসাকর্মী ও বেসামরিক প্রতিরক্ষা সূত্রের বরাতে আল জাজিরা জানায়, শনিবার গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলা চালায়।

অন্যদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭৭ জন নিহত এবং ২৭৫ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত কমপক্ষে ৫২ হাজার ৪৯৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ১ লাখ ১৮ হাজার ৩৬৬ জন আহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন এবং উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ মাস ধরে সামরিক অভিযান চালানোর পর আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে, গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতবিরোধের জেরে গত মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ইসরায়েল পুনরায় বিমান হামলা শুরু করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন করে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২ হাজার ৩৯৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজার ৩২৫ জন আহত হয়েছেন। এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে কার্যত ভেঙে দিয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলের এই আগ্রাসনের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং উপত্যকার অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অধিকন্তু, গাজায় আগ্রাসনের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার সম্মুখীন হয়েছে।

এনএইচ