ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ জানান, পাকিস্তানি সেনাবাহিনীকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সম্প্রতি, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাম শহরের কাছে একটি পর্যটন এলাকায় জঙ্গিদের গুলিতে ২৬ জন পর্যটক নিহত হন। ভারত অভিযোগ করেছে, পাকিস্তান-সমর্থিত জঙ্গিরা এই হামলা চালিয়েছে। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে, শুক্রবার (২৫ এপ্রিল) ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এরপর খাজা আসিফ বলেন, ‘ভারতের যেকোনো পদক্ষেপের জবাব দিতে পাকিস্তান প্রস্তুত।’

খাজা আসিফ আরও বলেন, ‘যদি সর্বাত্মক আক্রমণ হয়, তাহলে অবশ্যই সর্বাত্মক যুদ্ধ হবে।’ তবে, আলোচনার মাধ্যমে এই বিরোধের সমাধান সম্ভব বলেও তিনি আশা প্রকাশ করেন।

খাজা আসিফ ইঙ্গিত দেন, ভারত কোনো প্রমাণ ছাড়াই ‘সাজানো’ অভিযান চালিয়ে গোলাগুলির ঘটনা ‘মঞ্চস্থ’ করেছে।

এই হুঁশিয়ারি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। উভয় দেশকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে।

এমএম