পাকিস্তান কর্তৃপক্ষ জানায়, পেহেলগামে হামলার সঙ্গে সম্পর্কিত ভারতীয় আগ্রাসন এবং ভিত্তিহীন অভিযোগের ওপর চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে নেওয়া পাল্টাপাল্টি পদক্ষেপের প্রভাব ওয়াঘা সীমান্তে ব্যাপক হারে পড়েছে। এ সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকরা নিজ দেশে ফিরে আসা এবং পাকিস্তানি নাগরিকদের আগমন অব্যাহত রয়েছে।
এ পর্যন্ত একজন পাকিস্তানি কূটনীতিক এবং সাতজন দূতাবাস কর্মী ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত থেকে নিজ দেশে ফিরেছেন।
ওয়াঘা সীমান্তের সূত্র অনুসারে, পাকিস্তানি কূটনীতিক সোহেল কামার এবং চারজন কর্মী সোমবার সন্ধ্যায় সীমান্ত ক্রসিং দিয়ে লাহোরে পৌঁছেছেন। এর আগে বিকেলে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের আরও তিনজন সদস্য এবং তাদের পরিবারের ২৬ জন সদস্যও একই পথ দিয়ে দেশে ফিরেন।
প্রসঙ্গত, মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত এ হামলার জন্য কাশ্মীর রেজিস্ট্যান্সকে দায়ী করে। আর এ গ্রুপটির সঙ্গে পাকিস্তানের যোগসাজশ আছে বলে অভিযোগ তুলে।
এরপর ভারত দিল্লিতে পাকিস্তান দূতাবাসের কিছু সামরিক কর্মকর্তাকে 'পার্সোনা নন গ্রাটা' বা অবাঞ্ছিত ঘোষণা করে। পাশাপাশি কর্মী সংখ্যা কমানোর নির্দেশ দেয়। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও ইসলামাবাদে ভারতীয় কর্মী সংখ্যা ৩০ এ নামিয়ে আনার ঘোষণা দেয়।
এদিকে ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তপ্ত পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্ক। এ্ররই মধ্যে লাইন অব কন্ট্রোল এরিয়ায় দুই দেশের সেনাদের মধ্যে কয়েক দফায় গোলাগুলি হয়েছে। এমতাবস্থায় যে কোনো পরিস্থিতির জন্য পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
এনএইচ