tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অর্থনীতি প্রকাশনার সময়: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৭ পিএম

ফের পেঁয়াজের দাম বৃদ্ধি, কেজিতে ৬ টাকা


পেয়াজ.jpg

মাঘ মাসের হঠাৎ বৃষ্টিতে প্রভাব পড়েছে বাজারে। গত দুদিনে দিনাজপুর জেলার হিলিতে বৃদ্ধি পেয়েছে দেশি পেঁয়াজের দাম। দু’দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৬ টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ ক্রেতারা।


দিনাজপুর প্রতিনিধি: মাঘ মাসের হঠাৎ বৃষ্টিতে প্রভাব পড়েছে বাজারে। গত দুদিনে দিনাজপুর জেলার হিলিতে বৃদ্ধি পেয়েছে দেশি পেঁয়াজের দাম। দু’দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৬ টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ ক্রেতারা।

আজ রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে হিলি পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি আড়তে কমেছে দেশি পেঁয়াজের সরবরাহ। সরবরাহ কমার কারণে দু’দিনের ব্যাবধানে ২২ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ টাকায়।

আরও পড়ুন:

আলুর বাম্পার ফলন, হতাশায় কৃষক

পেঁয়াজ বিক্রেতা শাকিল হোসেন জানান, বৃষ্টির কারণে দুদিন থেকে আমাদের আড়ৎগুলোতে দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে। এ কারণে দামও কিছুটা বাড়ছে। সরবরাহ বাড়লে দাম আবারো কমে আসবে। দাম বৃদ্ধির কারণে বেচা-কেনাও কমে গেছে।

ক্রেতা আহান আলী জানান, টানা বৃষ্টির কারণে বাজারে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। দেশি পেঁয়াজের দাম হাতের নাগালেই ছিল। হঠাৎ দাম এক লাফে ৬ টাকা বেড়ে গেছে।

আরও পড়ুন:

হঠাৎ বৃষ্টি, বিপাকে আলু চাষীরা

রহিম নামের একজন জানান, হঠাৎ করে হিলি বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। আমরা ২ দিন আগেও ২২ টাকা কেজি পেঁয়াজ কিনে নিয়ে গেলাম। আজ এসে দাম শুনি ২৮ টাকা কেজি। এমনিই বৃষ্টিতে কোনো কাজ হচ্ছে না, এভাবে দাম বাড়লে আমাদের জন্য অসুবিধা।

এইচএন