মেট্রোরেল কর্তৃপক্ষের সূত্র বলছে, বিজয় সরণি এলাকায় মেট্রোরেল বৈদ্যুতিক সাবস্টেশন থেকে বিকেল সোয়া পাঁচটার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

ট্রেন বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়ে মেট্রোতে চলাচলরত যাত্রীরা। অনেকে বিকল্প ব্যবস্থা বাসে করে করে যাতায়াত করেন। এ সময় অনেক যাত্রীকে স্টেশনে অপেক্ষা করতে দেখা যায়।

মূলত, বিজয় সরণি সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে শাহবাগ থেকে শেওড়াপাড়া পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচলের সুযোগ বন্ধ হয়ে যায়। ফলে পুরো পথেই মেট্রোরেলের চলাচল বন্ধ থাকে বলে জানা গেছে।

এনএইচ