তিনি জানিয়েছেন, দেশ দুটির মধ্যে কোনো সংঘাত সৃষ্টি হোক এটা বাংলাদেশ চায় না।
রোববার (২৭ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভারত-পাকিস্তানের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এই অবস্থায় বাংলাদেশের অবস্থান কী এবং এর কোনো প্রভাব বাংলাদেশে পড়বে কি না- সাংবাদিকের এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, আমাাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। ভারত-পাকিস্তানের মধ্যে বৈরিতা দীর্ঘদিনের। আমরা চাই না তাদের মধ্যে বড় কোনো সংঘাত সৃষ্টি হোক।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা চাইব আলাপ-আলোচনার মাধ্যমে একটি সুরাহা হোক। ইতোমধ্যে মধ্যস্থতার কথা উঠেছে। যেভাবেই হোক উত্তেজনা প্রশমিত হোক- এটা আমরা চাই।
সৌদি আরব কিংবা ইরান মধ্যস্থতা করতে পারলে বাংলাদেশ কেন নয়- এমন প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, আমি মনে করি না এই মুহূর্তে আমাদের এ ধরনের কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ আছে। তবে তারা চাইলে আমরা সহায়তা করতে পারি। আমরা আগ বাড়িয়ে কিছু করতে চাই না।
ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশিরা গ্রেফতার হচ্ছে। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এখন পর্যন্ত পত্রপত্রিকায় দেখছি, অফিসিয়াল কিছু জানানো হয়নি। অফিসিয়াল জানালে দেখব। তাছাড়া তারা বাংলাদেশি কি না এটা প্রমাণসাপেক্ষ।
এইচ