TimeNewsBD-Logo-H90

মতামত

২৬ এপ্রিল ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেসটাইন’ সফল হোক ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া বিকল্প কিছু নাই

এম. গোলাম মোস্তফা ভুইয়া ঃবর্তমানে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে পরিস্থিতি একেবারেই ভিন্ন। দশকের পর দশক সময় ধরে চলা ইসরাইলের বর্বর আগ্রাসনের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভূখণ্ডটি।

আওয়ামী লীগের পথ সুগম করছে কে?

আওয়ামী লীগ সম্প্রতি রাজধানীতে কয়েকটি ‘ঝটিকা মিছিল’ মিছিল করেছে। এতে আওয়ামী লীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতকর্মীরাও অংশ নিয়েছেন।

আরবদের হটিয়ে যেভাবে ইসরাইল রাষ্ট্রের জন্ম হয়েছিল

ফিলিস্তিনের গাজা থেকে দুই মাইল উত্তরে কিবুটস এলাকা। এখানে ১৯৩০’র দশকে পোল্যান্ড থেকে আসা ইহুদিরা কৃষি খামার গড়ে তুলেছিল। ইহুদিদের পাশেই ছিল ফিলিস্তিনি আরবদের বসবাস। সেখানে আরবদের কৃষি খামার ছিল।

ইউরোপ রাশিয়ার সঙ্গে কি যুক্তরাষ্ট্র হেরে গেল?

‘যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হেরে গেছে, এটি মার্কিন নীতিনির্ধারকরা মেনেই নিতে পারেন না।’ এ কথা বলেছেন, মার্কিন সাংবাদিক তাকার কার্লসন। অ্যালেক্স জনসের সঙ্গে একটি সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। বুধবার এটি প্রকাশিত হয়। খবর আরটির।

যুক্তরাষ্ট্র বনাম ইরান যুদ্ধ নাকি কূটনীতি, কোন পথে হাঁটবে তারা

বিশ্ব পরিস্থিতি উত্তপ্ত ও জটিল করছে ইরান ও যুক্তরাষ্ট্র। বিভিন্ন কারণেই আলোচনার কেন্দ্রে রয়েছে এ দুই দেশ। বিশেষ করে ইরানের পারমাণবিক কার্যক্রম এবং যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি বিশ্বমঞ্চে উত্তেজনা বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপ এবং ইরানের ক্রমাগত প্রতিক্রিয়া এ উত্তেজনার মূল কারণ।

ইরানকে পাশ কাটিয়ে চলা সম্ভব কি?

ইরান, মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ, যার ভূরাজনৈতিক গুরুত্ব বিশাল। ইরান পৃথিবীর অন্যতম বড় তেল উৎপাদক দেশ।