মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের সাবেক এই উপস্থাপক কার্লসন বলেন, আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হেরে গেছি। এই যুদ্ধ মূলত চালিয়েছে মার্কিন সেনাবাহিনী, প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন, গোয়েন্দা সংস্থা সিআইএ, পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা কখনোই ইউক্রেনের যুদ্ধ ছিল না। তারা মূলত আমাদের ওপর ভরসা করেই বেঁচে ছিল।

সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক হামলার ব্যাপারেও মুখ খুলেছেন তিনি। তার মতে, পুতিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বকে পারমাণবিক হামলার ভয় দেখিয়ে ‘ব্ল্যাকমেইল’ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই ট্রাম্প বলতেন, ক্ষমতা নেওয়ার পর মাত্র ২৪ ঘণ্টায় ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন তিনি। এরপর এ বছর ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর যুদ্ধ বন্ধে কাজে লেগে পড়েন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে ডেকে রীতিমতো ভর্ৎসনা করেন সদলবলে। এরপর জেলেনস্কিও যুদ্ধ বন্ধে এবং ট্রাম্পের সব শর্ত মেনে নিতে রাজি হন। এবার যুদ্ধ বন্ধের পালা।

ক্ষমতা নেওয়ার পরও ট্রাম্প বারবার বলেছেন, বিশ্ব প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল। তিনি বিশ্বকে সেখান থেকে টেনে তুলেছেন। এবার আর কোনো শঙ্কা নেই।

বিশ্বজুড়ে শান্তির বার্তাবাহক হিসেবে নিজেকে উপস্থাপন করতেই হয়তো বেশি পছন্দ করেন মার্কিন এই প্রেসিডেন্ট। তবে যুক্তরাষ্ট্র যে যুদ্ধে হেরে গেছে সেই কথা কখনো বলেননি এই নেতা।

এমএম