বৃহস্পতিবার (১মে) বিশ্ব শ্রম দিবস উপলক্ষ্যে ৭২নং ওয়ার্ড জামায়াত আয়োজিত রাজধানীতে এক রালী ও পথসভায় তিনি এ কথা বলেন।

মাওলানা ইসহাক বলেন, শ্রমিক-মালিকের সম্পর্ক হবে ভ্রাতৃত্বের, শক্রতা নয়। এটাই ইসলামের নির্দেশনা। শ্রমিক তার ন্যায্য অধিকার না পেলে শিল্প এগিয়ে যাবে না। বরং শ্রমিকরা কাজ না করলে শিল্প পিছিয়ে পড়বে। শ্রমিকরা বাঁচলে শিল্প বাঁচবে আর শিল্প বাঁচলে শ্রমিকেরা বাঁচবে এ কথা মালিক ও শ্রমিক উভয় পক্ষকে অনুধাবন করতে হবে।’

থানা সেক্রেটারি প্রভাষক ওমর ফারুকের সন্চালনায় থানার কর্মপরিষদ সদস্যবৃন্দ ও ওয়ার্ড সভাপতি এবং সেক্রেটারি সহ সকল পর্যায়ের দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে থানার অর্থ সম্পাদক নেছার উদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক কুতুবউদ্দিন আরমান, মোহাম্মাদ ইউনুস,সোলাইমান, জোনায়েদ, শহীদুল ইসলাম শহীদ প্রমুখ