মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়।
সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা সেতু বাস্তবায়নের জন্য আমরা আজ এখানে এসেছি। চারটি উপজেলার প্রায় ১৫ লাখ মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এই সেতু। সেতুটি নির্মাণ গণমানুষের প্রাণের দাবি। অতীতের সব সরকার গণমানুষের সেই দাবি উপেক্ষা করেছে।
তিনি বলেন, ঢাকাসহ জাতীয় সড়কের সাথে বাউফলসহ অন্য উপজেলার মানুষের যাতায়াতে ফেরিতে দুর্ভোগ পোহাতে হয়। প্রতিদিন হাজারো যানবাহন ও হাজারো যাত্রীর ভোগান্তির একমাত্র কারণ এই বগা ফেরি। শুধু এই ফেরির কারণে চিকিৎসা ব্যাহত হয়ে মৃত্যুর অনেক ঘটনা ঘটেছে।
এছাড়া কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করতে পারেন না। ফলে ন্যয্যমূল্য থেকে তারা বঞ্চিত হচ্ছে। শিক্ষার্থীরা-চাকরিজীবীরা নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হয়। যার ফলে শিক্ষা ও সরকারি কার্যক্রম ব্যাহত হয়। এমনকি ব্যাংকিং সেক্টরও অনিরাপত্তায় ভোগে।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সেতু বাস্তবায়ন হলে আমরা যেসব সুবিধা পাবো তা উপদেষ্টা মহোদয়কে অবহিত করেছি। তারমধ্যে জাতীয় সড়কের সাথে চার উপজেলা সরাসরি যুক্ত হবে, ব্যবসা বাণিজ্যে নতুন গতি আসবে, শিক্ষা সহজিকরণ হবে, পর্যটন শিল্প অগ্রগতি পাবে।
তিনি আরো বলেন, আজকে উপদেষ্টা মহোদয় আমাদেরকে জানিয়েছেন- সাম্প্রতিক সময়ে চীনা সরকারের প্রতিনিধি দল স্থানীয়ভাবে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করেছেন এবং সড়ক ও জনপথ অধিদপ্তর ডিপিপি প্রণয়ন কাজ করছেন এবং সরকারের পক্ষ থেকে এটি শুরু করা হয়েছে।
ড. মাসুদ বলেন, ইতিমধ্যে জমি অধিগ্রহণের জন্য বরিশালের সংশ্লিষ্ট দফতরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা আমাদের অবহিত করেছেন। নবম চীন-মৈত্রী সেতু হিসেবে বগা সেতুর কাজ করবে চীন। সেজন্য চীন সরকারকেও আমরা ধন্যবাদ জানাই।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এই নেতা বলেন, আমরা দক্ষিণাঞ্চলের প্রবৃদ্ধির ধারা আরো ত্বরান্বিত করতে এবং দক্ষিণাঞ্চলের মানুষদের দুর্ভোগ লাঘবে বগা সেতু বাস্তবায়নে সংশ্লিষ্ট দফতরে, এই অঞ্চলের মানুষের দাবি লিখিত আবেদনের মাধ্যমে জমা দিয়েছি। আশা করবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।
প্রেস বিফ্রিংকালে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব প্রকৌশলী ড. মোহাম্মদ রফিকুল ইসলাম খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক আবদুস সাত্তার সুমন, বাউফল ফাউন্ডেশনের মহাসচিব এডভোকেট মো. আবুল কাশেম, বাউফল ফাউন্ডেশনের যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট মুজাহিদুল ইসলাম সহ বাউফল ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি