মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু হয়। বিকেলে এই চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা-১৪ আসনের (মিরপুর-কল্যাণপুর) জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসিম (আরমান)।

ব্যারিস্টার আরমান বলেন, ‘স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করতে আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই।’

তিনি বলেন, ‘আমরা এখন মুক্ত বাতাসে অবস্থান করছি। যখন আমরা ক্ষমতায় ছিলাম না, তখনও জনগণের পাশে ছিলাম। এখনো আমরা সেই অবস্থান থেকে মানুষের সেবা দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ যদি সহায় হন এবং জনগণ যদি আমাদের পাশে থাকে, তাহলে জনগণের ভাগ্য পরিবর্তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যথেষ্ট সক্ষমতা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা-১৪ আসনের মানুষের পাশে জামায়াতে ইসলামী সবসময় থাকবে। আমরা আপনাদের সহযোগিতা চাই এবং বিশ্বাস করি এই সহযোগিতার মাধ্যমেই একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’

এনএইচ