শুক্রবার (২ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামী গেন্ডারিয়া-ওয়ারী জোনের রুকন প্রার্থী ও অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, সুদ ও ঘুষ সমাজে ভয়াবহ ব্যাধিতে রূপ নিয়েছে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনার সাথে সুদ জড়িয়ে থাকায় কোনোভাবেই সুদমুক্ত অর্থনীতি চালু করা যায়নি। সুদ ব্যবস্থায় ধনীরা আরো ধনী এবং গরীবরা শোষিত হয়ে আরো গরীব হয়। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে যাকাতভিত্তিক অর্থনীতির মাধ্যমে ধনী-গরিবের বৈষম্য দূর হবে একইসাথে সমাজ সুদ নামক ব্যাধি থেকে মুক্তি পাবে। অর্থনৈতিক প্রবৃদ্ধিও সমান হবে।

নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘মানুষের তৈরি মতবাদে বিগত ৫৪ বছর রাষ্ট্র পরিচালিত হওয়ায় সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি। শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বীন কায়েম করতে হবে। কোনো ব্যক্তির পূর্ণাঙ্গরূপে ইমানের দাবি করা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সম্ভব নয়।’

পরিস্থিতি যত কঠিনই হোক ইসলামী আন্দোলনের কর্মীদের পিছু হটা যায় না উল্লেখ করে নূরুল ইসলাম বলেন, ‘জামায়াতে ইসলামীর ওপর যত জুলুম নির্যাতন করা হয়েছে, জামায়াতে ইসলামী পিছু হটেনি। কৌশল পরিবর্তন করে ইমানের দাবিতে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে গেছে। এ আন্দোলন করতে গিয়ে জামায়াতে ইসলামীর শীর্ষ ১১ জন নেতৃবৃন্দকে ফাঁসি বরণ, লাখ-লাখ নেতাকর্মী খুন, গুমের শিকার, হামলা-মামলায় জেল-জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। তবুও ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে তাদের নিঃশেষ করা যায় না, যাবে না।’

উপস্থিত রুকন প্রার্থী ও অগ্রসর কর্মীদের উদ্দেশে এ নেতা বলেন, ‘জামায়াতে ইসলামীর কাছে নয়, শপথ আল্লাহর কাছে, আল্লাহর সাথে। শপথবদ্ধ হতে হবে ইমানের পূর্ণ দাবি পূরণের জন্য। নৈতিকতা, আদর্শ, সততার সাথে জীবন গড়তে জামায়াতে ইসলামীর আদর্শ অনুসরণ করতে হবে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও গেন্ডারিয়া-ওয়ারী জোন পরিচালক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি অধ্যাপক ড. আব্দুল মান্নান।

মহানগরী মজলিসে শূরার সদস্য ও গেন্ডারিয়া-ওয়ারী জোনের সহকারী পরিচালক মাওলানা মীরবাহার আমিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে মহানগরীর কর্মপরিষদের সদস্য মাওলানা মোশাররফ হোসেন দারস পেশ করেন। এছাড়া অনুষ্ঠানে গেন্ডারিয়া-ওয়ারী জোনের থানা দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।-

প্রেস বিজ্ঞপ্তি