হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প, নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এখন পর্যন্ত নেই কোনো ভোগান্তি বা অভিযোগ।

এ বছর হজে যেতে নিবন্ধন করেছেন ৮৭ হাজার ১০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৫ হাজার ২০০ জন; আর বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৮১ হাজার ৯০০ জন। এরই মধ্যে ৭৩ শতাংশ যাত্রীর ভিসা হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অন্যান্যবারের মতো এবারও সব হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন হবে শাহজালাল বিমানবন্দরে।

আগামী ৩১ মে পর্যন্ত চলবে ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি, সৌদিয়া এয়ারলাইন্স ৮০টি এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইট পরিচালনা করবে।

প্রসঙ্গত, হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ, অর্থাৎ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ বা ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এমএম