যখন ইমামের সঙ্গে শুধুমাত্র একজন মুসল্লি বা মুকতাদি থাকে, তখন তাকে ইমামের ডান পাশে এক কদম পিছিয়ে দাঁড়ানো উচিত। এই পরিস্থিতিতে পেছনের সারিতে মুকতাদির দাঁড়ানো মাকরূহ।
যদি দ্বিতীয় কোনো মুকতাদির আসার সম্ভাবনা থাকে, তবুও পেছনের সারিতে না দাঁড়িয়ে ইমামের ডান পাশে সামান্য পিছিয়ে দাঁড়ানো উচিত।
পরবর্তীতে যদি দ্বিতীয় মুকতাদি এসে জামাতে যোগ দিতে চায়, তাহলে প্রথম মুকতাদির উচিত পেছনে সরে যাওয়া অথবা তৃতীয় ব্যক্তি তাকে টেনে নিয়ে পেছনের সারিতে দাঁড় করানো। এটাই উত্তম পদ্ধতি।
যদিও পর্যাপ্ত জায়গা থাকলে ইমামের সামনে এগিয়ে যাওয়ারও অনুমতি আছে।
যদি মুকতাদি নিয়ম না জানার কারণে নিজে থেকে পেছনে না যায়, এবং ইমামের ইশারাতেও পেছনে না আসে, কিংবা ইমামের ইশারার ফলে যদি তার নামাজ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে ইমাম নিজেই সামনে এগিয়ে যাবে।
একইভাবে, যদি মুকতাদিদের জন্য পেছনে যাওয়ার জায়গা না থাকে, কিন্তু ইমামের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে, তাহলে ইমামেরই এগিয়ে যাওয়া উচিত।
যদি নিশ্চিতভাবে জানা যায় যে দ্বিতীয় মুকতাদি আসবে, তাহলে উত্তম হলো তার জন্য অপেক্ষা করা এবং তার আসার পর জামাত শুরু করা। তখন দুইজন মুকতাদি একসঙ্গে ইমামের পেছনে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে।
এনএইচ