হিউস্টনের বেসরকারি সংস্থা ইনটুইটিভ মেশিনস-এর ‘অ্যাথেনা’ চন্দ্রযান মঁস মউটোঁ-এ অবতরণ করবে। এটি ইসরোর চন্দ্রযান-৩-এর ‘শিব শক্তি’ স্থান থেকে পৃথক।
অ্যাথেনা ২৬ ফেব্রুয়ারি স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটে উৎক্ষেপণের পর এই সপ্তাহে চন্দ্র কক্ষপথে প্রবেশ করেছে। ইনটুইটিভ মেশিনস জানিয়েছে, অবতরণ সকাল ১১টা ৩২ মিনিটে মিনিটে। চাদ প্রদক্ষিণকালে অ্যাথেনা অপূর্ব ছবি পাঠিয়েছে।
৫ মার্চ এক্স-এ সংস্থাটি লিখেছে, ‘অ্যাথেনা নিম্ন চন্দ্র কক্ষপথে (LLO) সুস্থ আছে। ৩৯টির মধ্যে ২৪টি কক্ষপথ শেষ, মঁস মউটোঁ-এ সূর্যোদয়ের অপেক্ষায়।’
মঁস মউটোঁ দক্ষিণ মেরুর নিকটে, যেখানে নাসা জলের বরফ ও সম্পদ নিয়ে গবেষণা করতে চায়। এগুলো ভবিষ্যৎ মানব মিশনের জন্য অপরিহার্য। আইএম-২ নামের এই মিশন নাসার সিএলপিএস প্রোগ্রামের অংশ, যেখানে বেসরকারি সংস্থাগুলো নাসার সরঞ্জাম চাঁদে পৌঁছে দেয়। এটি ইনটুইটিভ মেশিনস-এর দ্বিতীয় মিশন; ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাদের ‘ওডিসিয়াস’ চাঁদে অবতরণ করেছিল।
অন্যদিকে, গত রবিবার সকাল ৩টা ৩৪ মিনিটে ফায়ারফ্লাই অ্যারোস্পেস-এর ‘ব্লু ঘোস্ট মিশন ১’ চাঁদের নিকটবর্তী অংশে নেমেছে। এটি নাসার বৈজ্ঞানিক যন্ত্র বহন করছে। নাসার বিজ্ঞান বিভাগের নিকি ফক্স বলেন, ‘এই প্রযুক্তি ভবিষ্যৎ গবেষণা ও মানব উপস্থিতির ভিত্তি তৈরি করবে।
এমএম