যদিও আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে ভালোবাসা প্রকাশের পরিভাষারও পরিবর্তন হয়েছে। মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে স্টিকার, ইমোজির মাধ্যমে মনের কথা জানানো এখন বেশ জনপ্রিয়। ভালোবাসার সপ্তাহের বিভিন্ন দিনগুলোতে গোলাপ, টেডি বিয়ার, লাভ সাইনের ছবি ও রোমান্টিক কোড পাঠিয়ে মনের ভাষা খুব সহজেই প্রকাশ করা যায়। সেই সুবিধা দিচ্ছে হোয়াটসঅ্যাপ ও অন্যান্য অ্যাপগুলো।
হোয়াটসঅ্যাপে যেভাবে স্টিকার শেয়ার করবেন
- প্রথমে ফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
- যাকে মনের কথা বোঝাতে চান সেই চ্যাটে যান
- সেখানে থাকা স্টিকার স্টোরে যান।
স্টিকার স্টোরে চকলেট, গোলাপ ফুল বা নিজের মনের মতো স্টিকার সার্চ করে নিজের মনের মানুষকে পাঠিয়ে দিন।
স্টিকার পছন্দ না হলে যা করবেন
ব্যবহার করতে পারেন স্টিকারলি, ওয়েমজির মতো তৃতীয় কোনো সংস্থার অ্যাপ। এই অ্যাপগুলো মোবাইলে ডাউনলোড করে হোয়াটসঅ্যাপে যুক্ত করে নিন। এরপর কোনো চ্যাট ওপেন করে স্টিকার সেকশনে যান। পছন্দের স্টিকার বেছে নিয়ে পাঠিয়ে দিন মনের মানুষকে।
এনএইচ