বুধবার সকালে স্টেডিয়ামে দায়িত্ব পালন করছিলেন ইকরাম চৌধুরী। হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত সিলেটের আল-হারামাইন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তার মৃত্যু হয়েছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে—হার্ট অ্যাটাকে।

২০০৯ সাল থেকে বিসিবির সঙ্গে যুক্ত ছিলেন ইকরাম। ২০১৪ সাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিকিউরিটি লিয়াজো অফিসারের দায়িত্ব পালন করছিলেন। নিজের কর্তব্যে অত্যন্ত নিষ্ঠাবান এই কর্মকর্তার মৃত্যুতে সিলেটের ক্রীড়া মহলে নেমে এসেছে শোকের ছায়া।

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো শোকবার্তা প্রকাশ করা হয়নি। সামাজিক মাধ্যমে অনেকেই তাকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করছেন।

এফএইচ