টানা তিন ম্যাচ বেঞ্চে বসে থাকার পর আবারও লাহোর কালান্দার্সের একাদশে জায়গা হয় তার। প্রত্যাবর্তনের ম্যাচে উইকেটের দেখাও পান এই টাইগার লেগি, তবে করাচি কিংসের কাছে হেরে গেছে তার দল।
রোববার (৪ মে) ঘরের মাঠ গাদ্দাফি স্টেডিয়ামে করাচির বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল লাহোর। বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ১৫ ওভারে ৮ উইকেটে ১৬০ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় স্বাগতিকরা। ডার্ক লুইস মেথড পদ্ধতিতে করাচির সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৮ রানের। যা ৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় ডেভিড ওয়ার্নারের দল।
হোমগ্রাউন্ডে করাচির বিপক্ষে সপ্তম ওভারে প্রথমবার বোলিংয়ে এসেই চতুর্থ বলে করাচির টপ অর্ডার ব্যাটার জেমস ভিন্সকে ফেরান তিনি। সেই ওভারে ৭ রান দেন এই টাইগার লেগি। তবে এরপর আরও দুই ওভার করেও উইকেটের দেখা পাননি। উল্টো ঐ দুই ওভারে খরুচে ছিলেন রিশাদ। ৩ ওভারে বোলিং করে ২৮ রানে নিয়েছেন ১ উইকেট।
তবে এই উইকেট নিয়েই একটি রেকর্ডে নাম লিখিয়েছেন রিশাদ। পঞ্চম ম্যাচে ৯ উইকেট নিয়ে পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছেন তিনি। এই রেকর্ড গড়ার পথে ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের গড়া ৮ উইকেটকে।
এই ম্যাচে হারের পর লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচটা এখন লাহোরের জন্য ‘ডু-অর ডাই’। পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে হারলেই বাদ পড়তে হবে লাহোর কালান্দার্সকে। তবে এর আগেই যদি জালমি নিজেদের পরের দুই ম্যাচে হেরে বসে, তাহলে সেই জটিলতা থাকছে না রিশাদের দলের জন্য।
গতকালের ম্যাচের পর লাহোর কালান্দার্স পিএসএল পয়েন্ট টেবিলের চারে নেমে গিয়েছে। ৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। করাচি ১০ পয়েন্ট নিয়ে উঠে গিয়েছে তিনে। পেশোয়ার জালমি ৭ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে লাহোরের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে। শীর্ষে থাকা কোয়েটা এরইমাঝে নিশ্চিত করেছে প্লে-অফ।
এমএম