বিদেশী কোচ নিয়োগে খরচসহ ২৭ ধরণের নথি তলব করে বিসিবিতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
লম্বা সময় ধরে বিসিবির সভাপতি পদে ছিলেন পাপন। এ সময় ক্রিকেট বোর্ডে একচ্ছত্র নিয়ন্ত্রণে ছিলেন তিনি। ক্রিকেটকে ব্যবহার করে তিনি হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এমন অভিযোগ আছে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও আছে তার নামে। এসবেরই তদন্তে নেমেছে দুদক। পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএলের খরচ, বিদেশী কোচ নিয়োগে খরচ, আইসিসির মেগা আসরে খরচসহ দুর্নীতির তথ্য পেতে ২৭ ধরণের নথি তলব করে বিসিবিকে চিঠি দিয়েছে দুদক।
বিসিবিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে এসবের নথি দিতে বলা হয়েছে।
এইচআর