সেভিয়ার দে লা কার্তুহা স্টেডিয়ামে ম্যাচটি রিয়াল বর্জন করতে পারে বলে গুঞ্জন উঠেছিল। পরে রেফারি রিকার্ডো ডি বারগোসের প্রতি আপত্তি নিয়েই শনিবার দিবাগত রাতে তারা মুখোমুখি হয় কাতালানদের। ম্যাচজুড়েও ছিল রেফারির প্রতি সেই আক্রোশ কিংবা বারগোসের কিছু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। তবে অতিরিক্ত সময়ের খেলায় শিরোপা নির্ধারণী গোল ও দুটি লাল কার্ড ম্যাচটিকে দুর্দান্ত থ্রিলারে রূপ দেয়। বার্সেলোনা কোপা দেল রের ট্রফি জিতে ৩-২ ব্যবধানে।
চলতি মৌসুমে আগের দুটি এল ক্লাসিকোয় বার্সার কাছে পাত্তা পায়নি কার্লো আনচেলত্তির শিষ্যরা। এদিনও হ্যান্সি ফ্লিকের দলই লস ব্লাঙ্কোসদের গোলবারে প্রথম আঘাতটা হানল। ২৮ মিনিটে বার্সেলোনাকে লিড এনে দেন পেদ্রি। যা শোধ করতে রিয়াল সময় নেয় ৭০ মিনিট পর্যন্ত। সমতায় ফেরার পর লিডটাও পেয়ে যায় সাদা শিবির। তবে ৭৭ মিনিটে কিলিয়ান এমবাপের গোলটির উচ্ছ্বাস বেশিক্ষণ টেকেনি। ৮৪ মিনিটে ফের বার্সাকে সমতায় ফেরান ফেররান তোরেস। কিন্তু নাটকীয়তার চূড়ান্ত রূপ পায় অতিরিক্ত ৩০ মিনিটের খেলায়।
নির্ধারিত ৯০ মিনিটের খেলায় বার্সা-রিয়ালের স্কোরকার্ডটা ছিল ২-২ সমতায়। এরপর অতিরিক্ত সময়ের খেলাও অপরিবর্তিত থেকে টাইব্রেকারের দিকে মোড় নিচ্ছিল। কিন্তু খেলার শেষদিকে গোল করে প্রতিপক্ষকে ভড়কে দেওয়ার যে ইতিহাস দিনের পর দিন রিয়াল লিখে আসছে, তাদের সেটারই শিকার বানাল বার্সা। লুকা মদ্রিচের দুর্বল পাসের সুযোগ নিয়ে ১১৬ মিনিটে বার্সা ডিফেন্ডার জুলস কুন্দে জোরাল শটে গোল করে চূড়ান্ত পেরেক ঠোকেন।
ততক্ষণে ১২০ মিনিট শেষে যোগ করা সময় চলছিল। এরিকা গার্সিয়া এমবাপেকে ফাউল করার পর ফ্রি-কিক না দেওয়ায় প্রতিবাদে ফেটে পড়ে পুরো রিয়াল শিবির। এ সময় বেঞ্চে থাকা ফুটবলাররাও মাঠে ঢুকে পড়েন। অ্যান্তনিও রুডিগারকে রিয়ালেরই কেউ থামাতে পারছিলেন না, এমনকি তার দিক থেকেই রেফারির প্রতি উড়ে যায় কিছু একটা। যার ফলস্বরূপ লাল কার্ড এবং লুকাস ভাসকেজেরও একই পরিণতি। এ ছাড়া ম্যাচ শেষে জ্যুড বেলিংহামকে লাল কার্ড দেখানোর তথ্য নিশ্চিত করেন রেফারি। ফলে হারের সঙ্গে রিয়ালের তিনটি কার্ডের তিক্ততা যেন ম্যাচের পূর্ণতা দেয়!
এই জয়ে শিরোপার ট্রেবল জয়ের স্বপ্নের শোকেসে প্রথম ট্রফিটি রাখল বার্সা। যদিও ২০২১ সালের পর এটি তাদের প্রথম কোপা দেল রে। একইসঙ্গে ১৯৯০ সালের পর এই কাপ প্রতিযোগিতার ফাইনালে রিয়ালের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়। আগেই কোপা দেল রেতে শ্রেষ্ঠত্ব ছিল কাতালানদের, এ নিয়ে জিতল ৩২তম শিরোপা। যা ফ্লিকের প্রথম কোনো বড় শিরোপা। যদিও চলতি মৌসুমে তারা এই রিয়ালকে হারিয়েই প্রথম ট্রফি জিতে স্প্যানিশ সুপারকাপে।
এফএইচ