তামিম সেখানে লিখেছেন, ‘এ মুহূর্তে সে (তাইজুল) বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার। এখনকার অন্যান্য বোলারের পরিসংখ্যান দেখুন, তাহলে আমার কথা বুঝতে পারবেন। আরও একবার পাঁচ উইকেট, দারুণ করেছো তাইজুল।’
পরে দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা তাইজুলের কাছে প্রশ্ন করা হয়, তিনি নিজেকে আন্ডাররেটেড ভাবেন কি না? প্রশ্নের জবাবে তাইজুল বলেন, ‘হ্যাঁ, আমার কাছে এটা মনে হয়। কারণটা আপনারা হয়ত ভালো জানেন।’
চট্টগ্রামের উইকেট প্রসঙ্গে তাইজুল বলেন, ‘উইকেটের আচরণের সাথে পুরোনো বল কী হবে, নতুন বল কী হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। (সিলেটে হারার পর এখানে ভিন্ন উইকেট কি না) এ সম্পর্কে আমি কিছু জানি না, হারার পর এখানে এরকম হয়েছে কি না।'
'আসলে আমার কাছে মনে হয় আমরা যে ভালো বল করছি এই ক্রেডিটটা আমাদের দিতে চাচ্ছেন না। ওরা কিন্তু জুটি করেছিল। আমরা কিন্তু কামব্যাক করেছি। খারাপ করলে তো আর কামব্যাক হত না। আলহামদুলিল্লাহ, যে আমরা ভালো করেই কামব্যাক করেছি।’
এনএইচ